মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধোন অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।আজ ১৭ই বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় উপজেলা প্রশাসনের সহায়তায় পুটাইল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়,পুটাইল ইউনিয়ন পরিষদ ও অন্যান্য জায়গায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ফোগার মেশিনের সাহায্যে মশক নিধন ঔষধ স্প্রে করা হয়। মশক নিধনের কার্যক্রমে শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব জ্যোতিশ্বর পাল মহোদয়। সম্প্রতি ডেঙ্গু প্রকোপ বেড়ে যাওয়ায় পুরো ইউনিয়ন ব্যাপী এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব জ্যোতিশ্বর পাল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। বাড়ীর আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেন। ডাবের খোসা,ভাঙ্গা ড্রাম,বোতল,পলিথিন ইত্যাদি জিনিসপত্রে পানি জমতে দেয়া যাবে না এসব বিষয়ে সকলকে সচেতন করেন এবং মশারী টানানোর প্রতি সকলকে তাগিদ দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান মহিদুর রহমান, ইউপি সচিব মোঃ জয়নাল আবেদীন ও সকল সদস্যবৃন্দ,গ্রাম পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস