পুটাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়
ডাকঘর-লেমুবাড়ী, উপজেলা-মানিকগঞ্জ সদর , জেলা-মানিকগঞ্জ ।
স্মারক নং-পুটাঃ ইউঃ পিঃ/২০১৪-১৫/ ০২ তারিখঃ ০৩/০৭/১৪ খ্রিঃ
বিষয়ঃ পিটিশন মামলা নং-৫৫(মা)২০১৪ এর তদমত্ম প্রতিবেদন প্রেরণ প্রসংগে।
সূত্র ঃ স্বারক নং- ৪৭৫/১৪ তারিখঃ ১৯/০২/১৪ খ্রিঃ
জনাব,
উপর্যুক্ত বিষয় ও সূত্রে বর্ণিত মামলাটি তদমত্ম পূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য নিম্নস্বাক্ষরকারীকে দায়িত্ব প্রদান করা হয়। সে মতে মামলাটি তদমেত্মর জন্য তারিখ নির্ধারন পূর্বক নোটিশ মাধ্যমে বাদী এবং বিবাদীকে জানানো হয়। বাদী এবং বিবাদী উপস্থিত হয়ে মামলার আপোষ-নামা দাখিল করলে আপোষ-নামাটি গ্রহণ পূর্বক আপোষ-নামার আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অত্র সংগে মামলার আপোষ-নামা মাননীয় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলো। উলেস্নখ্য যে,মামলাটি মীমাংসার স্বার্থে অনিচ্ছাকৃতভাবে প্রতিবেদন পাঠাতে বিলম্বিত হওয়ায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন।
সংযুক্তঃ ১। মামলার আপোষ-নামার কপি-০২ ফর্দ্দ।
বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আবদুল জলিল)
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ,আদালত নং - ২ চেয়ারম্যান
মানিকগঞ্জ। পুটাইল ইঊনিয়ন পরিষদ
মানিকগঞ্জ সদর ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS